উত্তরদিনাজপুর

কৃষদের মধ্যে উৎসাহ বাড়াতে জেলা শাসক উত্তরের দর্পন নামে পত্রিকার প্রকাশ করলেন

কেন্দ্র সরকারের আত্মা প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার কর্নজোড়ায় জেলা পরিষদ ভবনে উদ্বোধন হল রাজ্যে প্রথম জেলা কৃষি বিষয়ক জেলার একটি পত্রিকা উত্তরের দর্পন। উদ্বোধন করেন জেলার জেলা শাসক আয়েশা রানী। উপস্থিত ছিলেন  জেলা পরিষদের  সভাধিপতি আলেমা নূরী,সহকারী সভাধিপতি পূর্নেন্দু দে, কৃষি কর্মাধক্য প্রফুল্য চন্দ্র বর্মন, জেলার এডিশনাল ডেপুটি ডাইরেক্টার এগ্রিকালচার শিকান্ত সিনহা  সহ কৃষিদপ্তরের আধিকারিকরা। জেলা প্রশাসনের উদ্যোগে আত্মা প্রকল্পের মাধ্যমে জেলার উত্তরের দর্পন নামে পত্রিকার প্রকাশ করে জেলা শাসক আয়েশা রানী জানান, শিল্প হীন উত্ত্রদিনাজপুর জেলায় মূলত কৃষি মূল ভরসা। তাই কৃষির পাশাপাশি তার সঙ্গে সহযোগী দপ্তরের সমনয় রেখেছে এমন সব দপ্তরের কর্মকান্ড জেলায় কেমন হচ্ছে তা কৃষকদের  মধ্যে জানানোর জন্য রাজ্যে প্রথম এমন পত্রিকার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। যে পত্রিকাটি মাসে একবার প্রকাশ হবে। জেলা শাসক জানান মৎস চাষ, উদ্যান বিভাগ থেকে প্রানী সম্পদ দপ্তরের কাজ জেলার কোথায় ভালো ভাবে হচ্ছে তা প্রতিনিয়ত এই পত্রিকাতে প্রকাশ করা হবে।যা আগামী দিনে কৃষদের মধ্যে ব্যাপক উৎসাহ বারাবে বলে তিনি জানান। উল্লেখ্য যে উত্তরের দর্পন নামে পত্রিকার প্রকাশ হল তার  দাতিত্বে রয়েছেন উত্তর দিনাজপুর জেলার এডিশনাল ডেপুটি ডাইরেক্টার এগ্রিকালচার শিকান্ত সিনহা।